বর্তমানে কি অর্জিনাল ম্যাপ পাওয়া যায়? কোন ম্যাপ দিয়ে জমি মাপলে সঠিক রেজাল্ট আসবে

0 Comments

বর্তমানে কি অর্জিনাল ম্যাপ পাওয়া যায়?
কোন ম্যাপ দিয়ে জমি মাপলে সঠিক রেজাল্ট আসবে।

১। মূল মাষ্টার ম্যাপঃ
যেটা জরিপের সময় মূল ম্যাপ হিসেবে প্রস্তুত করা হয় এবং DLR অফিস বা জরিপ অধিদপ্তরে সংরক্ষণ করা থাকে। কিন্তু এই ম্যাপটি জমির মালিকের পাওয়ার কোনোরকম  সুযোগ নেই। উল্লেখ্য মাষ্টার ম্যাপে ডাবল ডাবল দাগ থাকে। এই ম্যাপটি থেকে ৪ ধরনের ম্যাপ পাওয়া যায় ।
২। প্লেট প্রিন্টঃ
মূল মাষ্টার ম্যাপ থেকে  ঢাকা তেজগাঁও (ভূমি অফিস) সেটেলমেন্ট অফিস যে ম্যাপটা প্রিন্ট বা মূদ্রন করে সেটাকে প্লেট প্রিন্ট বলা হয়।   এটি জরিপ সমাপ্তির পর উপজেলা সেটেলমেন্ট অফিস হতে বিতরণ  করা  হয়। কিন্তু মনে রাখা ভালো পরবর্তীতে এই ম্যাপ আর পাওয়া যায় না বললেই চলে।  উদাহরণ স্বরূপ কোনো একটি মৌজায় ১৯৯১ সালে বি এস জরিপ    সমাপ্তি হয়।  ১৯৯৫ সালে উপজেলা সেটেলমেন্ট অফিস সরকার নির্ধারিত ফি নিয়ে বেশ কিছু ম্যাপ বিতরণ করে এই ম্যাপ গুলো হচ্ছে প্লেট প্রিন্ট বা মূদ্রণ ম্যাপ।

প্রথমত অর্জিনাল  নামে  কোনো ম্যাপ হয় না।
৩। কালার স্ক্যান প্রিন্ট  কপিঃ 
মূল ম্যাপ বা মাষ্টার ম্যাপ থেকে স্ক্যান করা সার্ভার থেকে প্রিন্ট করে দেয়।  জেলা ডিসি অফিস ও ঢাকা তেজগাঁও জরিপ অফিস এই ম্যাপ সরকারি ফি এর মাধ্যমে সরবরাহ করে।
এই ম্যাপের অসুবিধাঃ
এই ম্যাপের দাগ গুলো একটু মোটা হয় ফলে স্কেল দিয়ে জমি মাপতে গেলে অসুবিধা হয় ।  ২.  এটি কালার কাগজে প্রিন্ট হওয়াতে ফটোকপি ভালো হয় না।  ঝাপসা ফটোকপি হয়।  কিন্তু ভালো ফটোকপি প্রায় মূল ম্যাপের কাছাকাছি হিসেবে ব্যাবহার করা যায়। ৩. পানিতে ভিজলে  নকশার দাগ গুলো মূছে যায়।

৪।স্ক্যান কপি পাওয়া যায় নাঃ
কিন্তু এই ম্যাপটি ও পাওয়া যায়।  প্লেট প্রিন্ট বা মূদ্রণ ম্যাপ এর পরেই এই ম্যাপ   এর অবস্থান।  এই ম্যাপটি সবচেয়ে বড় সুবিধা ১ টি ম্যাপ তুলে বেশ কয়েকটি ফটোকপি করেও কাজ করা যায়।  বর্তমানে যেহেতু প্লেট প্রিন্ট বা মূদ্রণ কপি পাওয়া যায় না। ২ য় অপশন হিসেবে এই ম্যাপ সংগ্রহ করা যেতে পারে।  যেহেতু কালার পিন্ট ম্যাপে বেশ কিছু সমস্যা রয়েছে।

আপনি কোন ম্যাপ তুলবেন?
আপনার কাছে ২ টি সুযোগ রয়েছে-
স্ক্যান কালার প্রিন্ট।
প্রিন্ট কপি।
আমার সাজেশন থাকবে প্রথমে স্ক্যান কপি নেয়ার, এটা ক্লিয়ার হয় বেশি।

ম্যাপের জন্য যে যে তথ্য লাগবেঃ

বিভাগঃ
জেলাঃ
থানাঃ
মৌজাঃ
জে এল নম্বরঃ
দাগ নম্বর অথবা সিট নম্বরঃ
ম্যাপ বা জরিপের নামঃ যেমন CS/RS/BS ইত্যাদি।

যোগাযোগ নাম্বার- ০১৭৩৭৮৯৫৪২৪

নামঃ ইউসুফ জামিল

নকশা নিতে বিস্তারিত দেখুন।


প্রতারক চেনার উপায় দেখে নিন।

আমার পরিচয়

 
https://myj-yousuf-jamil.blogspot.com/2022/05/blog-post_41.html
স্ক্যান কপি

 

 



You may also like

কোন মন্তব্য নেই:

মোট পৃষ্ঠা দর্শক

আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

আমার সম্পর্কে

আমার ফটো
শেরপুর, বগুড়া, Bangladesh
【】নিজের সম্পর্কে বলার মত কিছুই নাই। #অতিরিক্ত সরল হতে যেওনা,এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। #কখনো কাউকে ছোট করে দেখবেনা,নইলে তুমি ছোট হয়ে যাবে। #কারও আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। #অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না।বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন। শেষ কথাঃ আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না, তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।

সারা বাংলাদেশের অরিজিনাল ক্লিয়ার নকশা দেই। নকশা নিতে ম্যাসেজ করুন অথবা কল করুন Whatsaps No: 01737895424

Go^back