➤আজ এই লীগ কথায়?
➤আজ ওই অবৈধ সরকার কথায়?
➤আজ ওই পাগল সাংবাদিক গুলো কথায়?
যারা ধানের দাম বাড়লেই হুদাই' চিল্লায়-চিল্লায় লেখা লেখি করে। অথচ কৃষকের
ধান বাদে সকল নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, সেটা কি ওই পাগল মূর্খ সাংবাদিক
এবং অবৈধ সরকারের চোঁখে পড়েনা?
- আজ কৃষকের কান্না কি অবৈধ সরকার দেখেনা?
- ধানের দাম ৯০০/১০০০ টাকা মন!
- ধান কাটার দাম ০৮ হাজার থেকে ৯০০০ টাকা বিঘা (প্রতি একর ২৭ হাজার টাকা,তবু ধান কাটার মানুষ নেই।
এই অবৈধ সরকারকে বলছি আপনি এক বিঘা জমি ধান চাষ করে কেটেমেরে ঘড়ে তুলে হিসেবটা বাংলাদেশের কৃষককে দিবেন,দেখব আপনি অংকে কেমন পাকা।
- ধানের দাম গত ১০ বছরে কয় পঁয়সা বেড়েছে আর তেল সার কীটনাশক এবং সেচের দাম কতটা বেড়েছে তার হিসেবটা চাই?
মূর্খ,
দায়িত্বজ্ঞানহীন নারী, দেশ চালালে যা হয় সেটাই হচ্ছে। যে দেশের আলেমরা
থাকে কারাগারে"আর সন্ত্রাসীরা থাকে খোলা মাঠে। সেই দেশে আর' কি আশা করা
যায়----।
ও আল্লাহ তুমি ওই নারীকে হ্যাদায়াত কর,যে নারী দেশ ও দেশের মানুষের ক্ষতি করে" হ্যাদায়াত না হলে ধ্বংস করে দাও তার ক্ষমতা।
- আসল কথা হলো এই সরকার পারে শুধু অভিনয় করে মানুষ ভোলাতে।
উদাহরণস্বরূপ এ বছর ধানের হাস্যকর দরের কথা বলা যায়। একজন কৃষক ফসল উৎপাদন বাবদ লাভ তো দূরের কথা, উৎপাদন খরচটাই তুলতে পারছে না। ১ লিটার পানির দাম ২৫ টাকা অথচ ১ কেজি ধানের দাম মাত্র ২৩ টাকা। কৃষি উপাদান যেমন- উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি, সেচ ব্যবস্থা এবং শ্রমিকের মজুরি যে হারে বৃদ্ধি পেয়েছে; সে তুলনায় কৃষিপণ্য বিশেষত ধানের দাম নিতান্তই কৃষকদের সঙ্গে ঠাট্টার শামিল।