কৃষকের চোঁখের পানি এই অবৈধ সরকার কেন দেখেনা?

1 Comments

➤আজ এই লীগ কথায়?  

আজ ওই অবৈধ সরকার কথায়?

আজ ওই পাগল সাংবাদিক গুলো কথায়? যারা ধানের দাম বাড়লেই হুদাই' চিল্লায়-চিল্লায় লেখা লেখি করে। অথচ কৃষকের ধান বাদে সকল নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, সেটা কি ওই পাগল মূর্খ সাংবাদিক এবং অবৈধ সরকারের চোঁখে পড়েনা?

  • আজ কৃষকের কান্না কি অবৈধ সরকার দেখেনা?
  • ধানের দাম ৯০০/১০০০ টাকা মন!
  • ধান কাটার দাম ০৮ হাজার থেকে ৯০০০ টাকা বিঘা (প্রতি একর ২৭ হাজার টাকা,তবু ধান কাটার মানুষ নেই।


এই অবৈধ সরকারকে বলছি আপনি এক বিঘা জমি ধান চাষ করে কেটেমেরে ঘড়ে তুলে হিসেবটা বাংলাদেশের কৃষককে দিবেন,দেখব আপনি অংকে কেমন পাকা।

  • ধানের দাম গত ১০ বছরে কয় পঁয়সা বেড়েছে আর তেল সার কীটনাশক এবং সেচের দাম কতটা বেড়েছে তার হিসেবটা চাই?


মূর্খ, দায়িত্বজ্ঞানহীন নারী, দেশ চালালে যা হয় সেটাই হচ্ছে। যে দেশের আলেমরা থাকে কারাগারে"আর সন্ত্রাসীরা থাকে খোলা মাঠে। সেই দেশে আর' কি আশা করা যায়----।

আল্লাহ তুমি ওই নারীকে হ্যাদায়াত কর,যে নারী দেশ ও দেশের মানুষের ক্ষতি করে" হ্যাদায়াত না হলে ধ্বংস করে দাও তার ক্ষমতা।

  • আসল কথা হলো এই সরকার পারে শুধু অভিনয় করে মানুষ ভোলাতে।
  • myj 
www.myj-yousuf-jamil.blogspot.com


আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষকের সংখ্যা আশি ভাগের ওপর। “কৃষি ও কৃষক” আমাদের প্রত্যেক মানুষের শেকড়ের সাথে কোন না কোন ভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কিন্তু শেকড়কে আমরা ভুলে যাই অবলীলায়।

কৃষক শ্রম দিয়ে, ভালবাসা দিয়ে, আপন সন্তানের মতো লালন করেন ফসল। শস্যের পরিচর্যা করেন, সার কীটনাশক দেন। সকাল থেকে সন্ধা পর্যন্ত নিজের সাধ্যমত যত্ন নেন, কখনো কর্দমাক্ত আবার কখনো কোমড় জলে দাঁড়িয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করেই গ্রহন করেন খাদ্য। অনেকের কপালে তাও জুটে না। 
তবুও ভালবাসা আর কষ্ট মিশ্রিত কৃষকেরা স্বপ্ন দেখেন নতুনের। কিন্তু কৃষকের কষ্ট সারাজীবনের। আমরা ভাবিনা আমাদের জীবনে তাঁদের কত অবদান রয়েছে।
 
 
dhan


উদাহরণস্বরূপ বছর ধানের হাস্যকর দরের কথা বলা যায়। একজন কৃষক ফসল উৎপাদন বাবদ লাভ তো দূরের কথা, উৎপাদন খরচটাই তুলতে পারছে না। ১ লিটার পানির দাম ২৫ টাকা অথচ ১ কেজি ধানের দাম মাত্র ২৩ টাকা। কৃষি উপাদান যেমন- উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি, সেচ ব্যবস্থা এবং শ্রমিকের মজুরি যে হারে বৃদ্ধি পেয়েছে; সে তুলনায় কৃষিপণ্য বিশেষত ধানের দাম নিতান্তই কৃষকদের সঙ্গে ঠাট্টার শামিল।


 

 

আমাকে সরাসরি পেতে আপনার পছন্দের মেনুতে ক্লিক করুন

 

আমাকে

পেতে

Facebook

 

 

 

আমাকে

পেতে

Twitter

 

 

 

আমাকে

পেতে

YouTube

 

 

 

আমাকে

পেতে

Group

 

 

 

আমাকে

পেতে

Email

 

 

 

আমাকে

পেতে

Website

 

বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা

 




You may also like

1 টি মন্তব্য:

মুন্না বলেছেন...

পারে শুধু কৃষকের সাথেই। যাদের আজ সম্মান দেয়া উচিত তাদেরি আজ অস্মমান করা হয়।

মোট পৃষ্ঠা দর্শক

আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

আমার সম্পর্কে

আমার ফটো
শেরপুর, বগুড়া, Bangladesh
【】নিজের সম্পর্কে বলার মত কিছুই নাই। #অতিরিক্ত সরল হতে যেওনা,এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। #কখনো কাউকে ছোট করে দেখবেনা,নইলে তুমি ছোট হয়ে যাবে। #কারও আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। #অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না।বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন। শেষ কথাঃ আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না, তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।

সারা বাংলাদেশের অরিজিনাল ক্লিয়ার নকশা দেই। নকশা নিতে ম্যাসেজ করুন অথবা কল করুন Whatsaps No: 01737895424

Go^back