বহু কাল হয়ে গেল ব্লগে আসা হয় না। অবশ্য অন্যান ব্লগে কম বেশি যাতায়ত আছে।
শুধু নিজের ব্লগটিকেই যত অবহেল আমার। হঠাৎ করেই আমার এই ব্লগটিকে সাজানোর জন্য মাথাচারা দিয়ে উঠল।
ব্লগে এসে সব কিছু কেমন জেন অচেনা লাগছে। না কেউ আমার ব্লগ হ্যাক করেনি। ব্লগের অভ্যান্তরের কার্যকলাপ বেশ এলোমেলো লাগছে।
আজ সকাল থেকে উঠে পরে লেগেছি ব্লগটাকে নতুন করে দাঁড় করানোর জন্য। সারাদিন খেটে ১২টার দিকে ব্লগটার একটা সাদামাটা একটা রুপ দিতে পারলাম।
এবার পোস্টগুলোকে একটু লাইন আপ করতে হবে। কিন্তু এর মাঝেই মা খেতে ডাকলেন। ঠিক তখনি আমার কিছু ব্যক্তিগত কাজে চলে গেলাম বাহিরে। যেহেতু আমি সব সময় অফলাইনে থাকি, তাই চুপ করে উঠে এলাম। ভাবলাম লাঞ্চ করে একেবারে বসি। ভাত খেলাম এর পর আবারো ব্লগ নিয়ে টুকটুক করে ব্লগ এর কাজ শেষ করলাম। বেশ ভাল লাগছে।
কিন্তু আমি কেন যেন আজ ভাল নাই। কাল রাতে ঘুম ভাল হয়েছে কিন্তু তবু যেন কেন মন খারাপ খুব। এলোমেলো অনেক স্বপ্নও দেখেছি। সকাল পর্যন্ত কিছু স্বপ্ন মনে ছিল। এখন কিছুই মনে আসছে না।