বহু কাল হয়ে গেল ব্লগে আসা হয় না

0 Comments


বহু কাল হয়ে গেল ব্লগে আসা হয় না। অবশ্য অন্যান ব্লগে কম বেশি যাতায়ত আছে। 

শুধু নিজের ব্লগটিকেই যত অবহেল আমার। হঠাৎ করেই আমার এই ব্লগটিকে সাজানোর জন্য মাথাচারা দিয়ে উঠল।

 ব্লগে এসে সব কিছু কেমন জেন অচেনা লাগছে। না কেউ আমার ব্লগ হ্যাক করেনি। ব্লগের অভ্যান্তরের কার্যকলাপ বেশ এলোমেলো লাগছে। 

আজ সকাল থেকে উঠে পরে লেগেছি ব্লগটাকে নতুন করে দাঁড় করানোর জন্য। সারাদিন খেটে ১২টার দিকে ব্লগটার একটা সাদামাটা একটা রুপ দিতে পারলাম।

 এবার পোস্টগুলোকে একটু লাইন আপ করতে হবে। কিন্তু এর মাঝেই মা খেতে ডাকলেন। ঠিক তখনি আমার কিছু ব্যক্তিগত কাজে চলে গেলাম বাহিরে। যেহেতু আমি সব সময় অফলাইনে থাকি, তাই চুপ করে উঠে এলাম। ভাবলাম লাঞ্চ করে একেবারে বসি। ভাত খেলাম এর পর আবারো ব্লগ নিয়ে টুকটুক করে ব্লগ এর কাজ শেষ করলাম। বেশ ভাল লাগছে। 

কিন্তু আমি কেন যেন আজ ভাল নাই। কাল রাতে  ঘুম ভাল হয়েছে কিন্তু তবু যেন কেন মন খারাপ খুব। এলোমেলো অনেক স্বপ্নও দেখেছি। সকাল পর্যন্ত কিছু স্বপ্ন মনে ছিল। এখন কিছুই মনে আসছে না।

 

 

আমাকে সরাসরি পেতে আপনার পছন্দের অফশনে ক্লিক করুন

 

আমাকে

পেতে

Facebook

 

 

 

আমাকে

পেতে

Twitter

 

 

 

আমাকে

পেতে

YouTube

 

 

 

আমাকে

পেতে

Group

 

 

 

আমাকে

পেতে

Email

 

 

 

আমাকে

পেতে

Website

 

আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন

 




You may also like

কোন মন্তব্য নেই:

মোট পৃষ্ঠা দর্শক

আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

আমার সম্পর্কে

আমার ফটো
শেরপুর, বগুড়া, Bangladesh
【】নিজের সম্পর্কে বলার মত কিছুই নাই। #অতিরিক্ত সরল হতে যেওনা,এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। #কখনো কাউকে ছোট করে দেখবেনা,নইলে তুমি ছোট হয়ে যাবে। #কারও আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। #অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না।বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন। শেষ কথাঃ আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না, তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।

সারা বাংলাদেশের অরিজিনাল ক্লিয়ার নকশা দেই। নকশা নিতে ম্যাসেজ করুন অথবা কল করুন Whatsaps No: 01737895424

Go^back