আমার সংক্ষিপ্ত জীবনী

0 Comments

 

আমার সংক্ষিপ্ত জীবনী বলতে গেলে, আমি সত্য কথা বলি ও পছন্দ করি... সহজেই মানুষকে আপন করে নিতে চেষ্টা করি। 

 ◄যা কিছু ভালো লাগে 

◄ প্রিয় ব্যাক্তিঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম। 

প্রিয় শব্দঃ আল্লাহ্‌, মুহাম্মাদ।

 প্রিয় জায়গাঃ মক্কা, মদিনা, মসজিদ। 

 প্রিয় বইঃ আল-কুরআন, আল-হাদিস। 

 প্রিয় সঙ্গীতঃ আযান। 

প্রিয় বক্তাঃ ডাঃ জাকির নায়েক। 

 প্রিয় মুফাস্সীরঃ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। 

 ☞স্বপ্নঃ জীবনে অনেক স্বপ্ন আছে, তার মধ্যে ২টা স্বপ্নই প্রাধান্যযোগ্য (১) মক্কা-মদিনা যিয়ারত (২) শহীদী মৃত্যু



You may also like

কোন মন্তব্য নেই:

মোট পৃষ্ঠা দর্শক

আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

আমার সম্পর্কে

আমার ফটো
শেরপুর, বগুড়া, Bangladesh
【】নিজের সম্পর্কে বলার মত কিছুই নাই। #অতিরিক্ত সরল হতে যেওনা,এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। #কখনো কাউকে ছোট করে দেখবেনা,নইলে তুমি ছোট হয়ে যাবে। #কারও আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। #অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না।বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন। শেষ কথাঃ আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না, তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।

সারা বাংলাদেশের অরিজিনাল ক্লিয়ার নকশা দেই। নকশা নিতে ম্যাসেজ করুন অথবা কল করুন Whatsaps No: 01737895424

Go^back