সফটওয়্যারের সিরিয়াল কি বের করুন সবচেয়ে সহজ উপায়ে
কেমন আছেন সবাই। ভালো তো? ভাল থাকলেই ভাল লাগে। আর ভাল না থাকলে আশা করি এই টিউন পড়ার পর ভাল হয়ে যাবে। এখন আর সমস্যা নেই আপনার সফটওয়্যার এর সিরিয়াল কি বের করার জন্যে। আমরা যখন সফটওয়্যার ব্যবহার করি তখন দেখা যায় বেশির ভাগ ডেমো ভার্সন থাকে।
আর এই ডেমো ভার্সনকে অরজিনাল করার জন্যে দরকার Crack File বা Serial Key. আর এই সিরিয়াল কি বের করার সহজ উপায় নিয়েই আমি আজ হাজির হয়েছি আপনারদের সমানে।
আশা করি এর মাধ্যমে সহজেই আপনার সফটওয়্যারের সিরিয়াল কি বের করতে পারবেন।
তো চলুন দেখা যাক কিভাবে এটি করব !!! প্রথমে Google এ যান · তারপর সার্চ বক্সে আপনার সফটওয়্যারের নাম এবং সাথে যোগ চিহ্ন দিয়ে এই কোডটি (94fbr) লিখুন ·
আপনি যে সফটওয়্যার এর সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ খুঁজছেন গুগলে সার্চ দেওয়ার সময় সেই সফটওয়্যারটি আগে লিখুন 94fbr অথবা সেই সফটওয়্যারটি (ভার্সন সহ) লিখে তার শেষে FBR94 লিখে সার্চ দিন। · দেখবেন গুগল শুধু সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ এর হাজার হাজার লিঙ্ক দিচ্ছে আপনাকে। · উদাহরণঃ · 94fbr Microsoft Office · 94fbr Kaspersky · 94fbr Adobe Photoshop ·
অথবা · Microsoft Office FBR94 · Kaspersky FBR94 · Adobe Photoshop FBR94 · ·
আজ এই পর্যন্তই থাকল।