যপেনড্রাইভ আনবুট করার উপায়
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পিসিতে অপারেটিং সিস্টেম ইন্সটল করা কিংবা অন্য কোন প্রয়োজনে অনেক সময় পেনড্রাইভকে বুটেবল করা হয়।
কিন্তু কাজ শেষে পেনড্রাইভকে আবার স্বাভাবিক অবস্থায় আনার প্রয়োজন পড়ে।
এই কাজ কিভাবে করা যায় চলুন তার বিস্তারিত জেনে নেয়া যাক। বুটেবল পেনড্রাইভ স্বাভাবিক করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। উইন্ডোজ কমান্ড প্রোমোটকে কাজে লাগিয়ে সহজেই এটি সেরে নেয়া যায়।
ধাপসমূহ
পেনড্রাইভটিকে প্রথমে পিসিতে সংযোগ করে নিতে হবে। এরপর কম্পিটারের মেনু থেকে ‘Command Prompt’ খুঁজে সেটির উপর ক্লিক করে ‘Run as Administrator’ নির্বাচন করে চালু করতে হবে। “Command Prompt’ সরাসরি খুঁজে না পেলে সার্চ অপশনে গিয়ে ‘cmd’ লিখে সার্চ করলে পাওয়া যাবে। এরপর একটি কালো উইন্ডো আসবে সেখানে নিচের কমান্ডগুলো ধাপে ধাপে অনুসরণ করে Enter বাটন চাপতে হবে।
• diskpart
• list disk (এই কমান্ড দেয়ার পর কম্পিউটারের থাকা বিভিন্ন ধরনের স্টোরেজ এর একটি তালিকা প্রদর্শিত হবে এবং প্রতিটির পাশে ০,১,২… নম্বর থাকবে। কাঙ্ক্ষিত পেনড্রাইভের নম্বরটি জেনে নিতে হবে)
• select disk X (X এর স্থানে আগের ধাপে পাওয়া নম্বরটি সংখ্যায় বসাতে হবে)
• clean
• create partition primary
• active
• format fs=ntfs quick (পেনড্রাইভ পুরোনো প্রযুক্তির হলে ntfs এর স্থলে fat32 লিখতে হবে)
• assign
• exit
• exit
মানুষের চরিত্র হলো একটি দোকান,মুখ হচ্ছে তালা,তালা খুললেই বোঝা যাবে এটা কি? স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হযরত আলী (রাঃ)।
【】কিছু উপদেশঃ-
【𝟙】কারও আশাকে নষ্ট করবেন না,হয়তো এই আশাই তার শেষ সম্বল।
【𝟚】স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না,তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।
【𝟛】অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন।
【】নিজের সম্পর্কে বলার মত কিছুই নাই।
#অতিরিক্ত সরল হতে যেওনা,এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে।
#কখনো কাউকে ছোট করে দেখবেনা,নইলে তুমি ছোট হয়ে যাবে।
#কারও আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।
#অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না।বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন।
শেষ কথাঃ আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং
অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।