কিভাবে মেসেঞ্জারে চালাবেন একাধিক আইডি

0 Comments
আগে মেসেঞ্জারে আইডি চেঞ্জ করা নিয়ে অনেক ঝামেলা হতো। ডাটা ক্লিয়ার করে নতুন আইডী বসাতে হতো কিন্তু মেসেঞ্জারের সর্বশেষ আপডেটে এসেছে নতুন ফিচার। যাতে আপনি একই মেসেঞ্জারে একাধিক আইডি লগ ইন করে রাখতে পারবেন। যখন খুশি চেক ও করতে পারবেন।
➧চলুন দেখে নেই কিভাবে মেসেঞ্জারে একাধিক আইডি রাখা এবং ব্যবহার করা যাবে ঃ

➦কিভাবে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করা যাবেঃ 
➤প্রথমে আপনার মেসেঞ্জারের সেটিংসে প্রবেশ করুন। সেখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। অ্যাকাউন্টে ঢুকে উপরের ডান দিকে “+ ” চিন্হতে  ক্লিক করুন । তারপর আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। ব্যাস হয়ে গেলো এভাবে আপনি অনেক গুলো আইডি সাইন করে রাখতে পারেন । কিভাবে এক আইডি থেকে অন্য আইডিতে সাইন ইন(sign in) করবেন তার জন্য স্ক্রল করুন।


➤কিভাবে এক আইডী থেকে অন্য আইডী সুইচ করবেন ঃ

অ্যাকাউনট লিস্টে গিয়ে যেই অ্যাকাউন্ট রিমুভ করতে চান তার ডান পাশের মেনু বাটনে ক্লিক করুন। রিমুভ অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই মেসেঞ্জার থেকে আপনার অ্যাকাউন্ট টি রিমুভ হয়ে যাবে।
আমাকে ফেসবুকে পেতে জামিল এ ক্লিক করুন


You may also like

কোন মন্তব্য নেই:

মোট পৃষ্ঠা দর্শক

আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

আমার সম্পর্কে

আমার ফটো
শেরপুর, বগুড়া, Bangladesh
【】নিজের সম্পর্কে বলার মত কিছুই নাই। #অতিরিক্ত সরল হতে যেওনা,এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। #কখনো কাউকে ছোট করে দেখবেনা,নইলে তুমি ছোট হয়ে যাবে। #কারও আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। #অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না।বরং তাকে সাহায্য করার চেষ্টা করবেন। শেষ কথাঃ আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন।

স্বল্প পরিচয়ে কাউকে সম্পুর্ন বিশ্বাস করবেন না, তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে।

সারা বাংলাদেশের অরিজিনাল ক্লিয়ার নকশা দেই। নকশা নিতে ম্যাসেজ করুন অথবা কল করুন Whatsaps No: 01737895424

Go^back